নারায়ণগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সিগঞ্জমুখী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর মদনপুর এলাকার চায়না ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা বাংলানিউজকে জানান, একটি লঞ্চ ডুবেছে।
ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যাচ্ছেন। এটি শীতলক্ষ্যা নদীর চায়না ব্রিজ সংলগ্ন স্থানে ঘটেছে।