আ’লীগ নেতা মরহুম নাসিমের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শাড়ি বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরে আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ৪০৭জন মহিলাদের মধ্যে শাড়ী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা- এপ্রিল) বিকেলে উপজেলার গান্ধাইল হাইস্কুল প্রাঙ্গণে আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি কল্যান ফাউন্ডেশনের আয়োজনে সদ্য প্রয়াত আওয়ামী নেতা নাসিমের ৭২ তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে শাড়ী বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।