সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা সেতুর উপরে মালবাহী ট্রাকচাপায় ভ্যান আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগী খাতুন (৪০) সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের সোবাহান আলীর স্ত্রী। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী।
তিনি জানান, নিহত সোহাগী খাতুন (৪০) ভ্যানযোগে হাটিকুমরুল যাবার পথে নলকা ব্রিজে মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে সোহাগী খাতুন ভ্যান থেকে পরে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহের সুরুতহাল প্রতিবেদন করার পরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।