সিরাজগঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ ১টি ট্রাক আটক।
বৃহস্পতিবার (২৫ মার্চ ২০২১ খ্রীঃ) বিকাল ১৭.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র
ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপস্ধসঢ়; অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব
কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাাকা গামী হাইওয়ে রোডের গোলকপুর
গ্রামস্থ অতিথি আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন
করে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্যাকেটসহ ৩০ কেজি গাঁজা এবং ০১ টি
ঞঅঞঅ ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) জব্দ করা হয়। উল্লেখ্য যে ট্রাক হইতে ০২ জন ব্যাক্তি
নামিয়া দ্রুত পালিয়ে যায়।
পালাতক আসামী ১। মোŦ নাসিম বিশ^াস (৩৫), পিতা- মোŦ আমজাদ হোসেন, সাং-
চরগরগরী পশি^ম পাড়া(মজিদ হাজির বাড়ির পাশের্^), ২। মোŦ হৃদয় (ট্রাক হেলপার) (১৯),
পিতা- মোŦ জাকির ড্রাইভার, সাং- গরগরী (চারা বটতলা) উভয় থানা-ঈশ^রদী, জেলা- পাবনা ।
পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামত উক্ত
থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সূত্র ও বিস্তারিত ঃ
প্রণব কুমার সরকার
সিনিয়র সহকারী পুলিশ সুপার
এ্যাডজুটেন্ট এবং অপস্ধসঢ়; অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২০৩