চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে বীর মুক্তিযোদ্ধা বাশার মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের মিটুআনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বুধবার দুপুরে রেহাইপুকুরি কবরস্থান মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, চৌহালী থানার এস আই রতন কুমার সরকারের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মজিদ সরকার, খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দাউদ সরকার, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণবিষয়ক সম্পাদক কালাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈন মোল্লা, আর পি এন শহিদ শাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মিটুআনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সকল মুক্তিযোদ্ধাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।