সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্যকর্মকর্তার রহস্যজনক মৃত্যু
আজিজুর রহমান মুন্না , সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীন (৫২) এর মৃত্যু হয়েছে।
রোববার ২১ মার্চ বিকেলবেলার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্ট যমুনানদীর তীর ব্লক ও নদীর পানির মাঝে হতে ফারহানা নাজনীনের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফাকে- স্থানীয়রা জানান, দুপুরের বেলা ওই মহিলা ( ফারজানা নাজনীন) হার্ডপয়েন্ট এলাকায় আসেন, তিনি সম্ভবত অসুস্থতাবোধ করছিলেন। তারপর তিনি নদীর পাড়ে গিয়ে নিজের মাথায় পানি দিতে গিয়ে হঠাৎ পড়ে পানিতে তলিয়ে যান । পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। এ ব্যাপারে সদর উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ বলেন, তিনি বেশ কিছু দিন ধরে মানসিক বিপর্যস্ত ছিলেন । তিনি সকালে অফিসে এসে দুপুরের পর চলে যান আর অফিসে আসেন নি। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেদ আলী জানান, আমি ওনাকে দায়িত্বে রেখে, ছুটিতে আমি ঢাকায় ছিলাম। এ দূর্ঘটনার খবর শুনে সিরাজগঞ্জ চলে আসি। ফারহানা নাজনীনের স্বামী জাকির হোসেন জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ানামক মানসিক রুগী ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে কারন জানিনা পুলিশের ও তার সহকর্মীদের কাছ থেক খবর পেয়ে সিরাজগঞ্জে তার মরদেহ নিতে এসেছি।
