তাড়াশ

তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ :

”বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবশত বর্ষ উপলক্ষে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্রভাষক জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

উক্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা শিক্ষক কর্মচরিী কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আইয়ুবুর রহমান রাজন। প্রধান আলোচক ছিলেন কালব লিমিটেড মেহেরপুর –রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ডিরেক্টর বাবলু রেনাতোস কোড়াইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানা ওসি ফজলে আশিক,উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভীন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ, সিরাজগঞ্জ জেলা কালব এর ব্যবস্থাপক মোঃ মামুনুর রহমান মিয়া, তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচরিী কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।