সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১৯ মার্চ সকাল ৯ টায় সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । উক্ত ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ স্নিগ্ধ আক্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আলতাব হোসেন,গাজী ফজলুল মতিন মুক্তা সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম-সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।