চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

” রঙ ছড়ালো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা আওয়ামীলগের উদ্যোগে রচনা, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, আনন্দ র‍্যালী, এবং কেক কাটা হয়। বাদ জোহর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

পরে উপজেলার কাঠাল বাগানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ৷ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবীব প্রমূখ ৷ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণিল জীবনীর উপর ব্যাপক আলোচনা করেন।