নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে কামারখন্দে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে কামারখন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সারে এগারোটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে কামারখন্দ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবি করেন। একই সাথে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের প্রতি আহবান জানানোর পাশাপাশি সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা, সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যার বিচার বিভাগ তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন। মানববন্ধনে কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, গাজী টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, ইন্ডিপেন্ডেন্ট টিভির দিলিপ গৌর সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।