সিরাজগঞ্জে বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে সকল রুটে বাস চলাচল বন্ধ।
সিরাজগঞ্জ ঃ
বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি। অপরদিকে, ঢাকা থেকেও কোনও বাস সিরাজগঞ্জে আসেনি। হঠাৎ করে বাস বন্ধের কারণে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে ।
এদিকে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন, যতক্ষন পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে ।