ঝুঁকিতে জীবন
আব্দুল কুদ্দুস তালুকদার- যে কোন সময় নিভে যেতে পারে জীবন প্রদীপ তবুও বেঁচে থাকার তাগিদে ওরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে। কাজটা হলো বড় বড় গাছের গুঁড়ি যা সহজে নড়ানো যায় না ঐগুলোকে দুই বা ততোধিক ভাগে ভাগ করা যা করতে হয় করাতের দ্বারা সনাতন পদ্ধতিতে। করাত কল বা স’ মিলে ঐসব ভারী গুঁড়ি উঠানো- নামানো কিংবা নড়াচড়া করানো খুব কঠিন তাই মিলের মালিকেরা চুক্তি ভিত্তিক ওদের কাজ দেয়। এর পর নিজ মিলে মালিকেরা ওগুলি সাইজ করে নিজেদের প্রয়োজন মত।
গুঁড়ি চেরাইয়ের লোকাল রেট ২০০ টাকা ফুট। একটা গুঁড়ি সাত ফুট হলে ওটা চেরাই করে দুভাগের বিল হবে ১৪০০, তিন ভাগের বিল ২৮০০ এরকম। এরকম কাজের শ্রমিক খুব বেশী মেলে না সর্বত্র। অনেক দূর থেকে বিশেষ বায়না করে ওদের আনতে হয়, তা আবার সিরিয়াল দিয়ে। কারন, নানা স্থানের করাত কল মালিকেরা অর্ডার দিয়ে যায় সেই সাথে বায়না বাবদ অগ্রীম কিছু। ছবিতে দেখা যাচ্ছে গাছের গুঁড়ি ঠেস দিয়ে উঁচু করে তার নীচে বসে কাজ করছে শ্রমিকগন। যদি কোন কারনে ঠেস দেয়া পিলার বা খুঁটি ফেল করে সেক্ষেত্রে নীচে কর্মরত তিনজনই মারা যাবে অথবা আজীবনের জন্য পঙ্গু হবে ; যেহেতু শত মন কিংবা তারও বেশী ওজনের হয়ে থাকে ওগুলি অনেক সময়।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় ওদের বাড়ী বগুড়া জেলার ধুনট থানার মথুরাপুরে। ছবির গুড়িটা দুভাগ করে ১৬০০ টাকা পাবে, এর আগে সকাল বেলা একটা তিন ভাগ করে ৪২০০ টাকা বিল হয়েছে যদিও কাজ করতে হয়েছে তিন দিন। ছবি নেয়া হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন নিমগাছির টিপু মাহাতোর সততা স’মিলের সামনে থেকে। যে গুড়িটা কাটছে তা নিমগাছি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ্ সাবের নিজ বাড়ীর।
রায়গঞ্জ প্রতিনিধি: এ কিউ তালুকদার