যমুনায় মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কে কে জোতপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন সিকদার (৪৫) তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। সে সাবেক ইউপি সদস্য মৃত মোকছেদ আলীর ছেলে ও চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বুধবার দুপুর ২টার দিকে পশ্চিম জোতপাড়া বাড়ির পাশের যমুনা নদীতে এ ঘটনা ঘটে। মৃতের পরিবার ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে শিক্ষক নিজাম উদ্দিন পশ্চিম জোতপাড়া বাড়ির পাশে যমুনা নদীতে কাটা (জঙ্গল দেয়া) উঠিয়ে মাছ ধরতে ডুব দেয়। এসময় তার সাথে থাকা সহযোগীরা ডুব থেকে উঠলেও দীর্ঘ সময়েও নিজাম উদ্দিন উঠেনি। বিষয়টি জানাজানি হলে বিশাল আকৃতির ঘের জাল ও নৌকা দিয়ে কয়েক ঘন্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দক্ষ টিম এসে সন্ধ্যার পর তার মৃত দেহ উদ্ধার করে। এ বিষয়ে খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান জানান, ১৫-২০ জন মিলে মাছ ধরতে দুপুরের দিকে নদীতে নামে। কাটা সরিয়ে মাছ ধরতে ডুব দিলে নিজাম আর উঠে আসেনি। তার পারিবারে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লীডার মোঃ মুস্তাফিজুর রহমান জানান, আমরা নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে চৌহালী থানায় হস্তান্তর করি পরে থানা থেকে তার পরিবার এসে লাশটি নিয়ে যায়। এ ঘটনা জানতে চৌহালী থানার ওসি রফিকুল ইসলামের মোবাইল ফোনে ফোন করলে ফোনটি রিসিভ করেননি।