“বসন্ত বিলাস” সাইফুল ইসলাম
১৪ ফেব্রুয়ারি, ২০২১
বসন্ত আসুক ফাগুনে
বসন্ত আসুক বাঁশরীর সুরে
অশোক শিমুল কাঁঠালচাঁপার বনে
বসন্তের এই মাতাল সমীরণে!
বসন্ত আসুক কাননতলে,
একতারার মধুর সুরে পাগল প্রেমে
বাউলের অন্তরে সুউচ্চ পঞ্চম স্বরে
বিকচ বনে মধুর গানে গানে।
বসন্ত আসুক কোকিকের কুহুতানে রিরহী বেদনা,
যাপিত জীবনের ক্লেশ-ক্লান্তি -অবসাদ ভুলে,
দোতারার সুর তরঙ্গে আছড়ে পড়ুক
অমিয় ধারা উদাসী মনে পিয়াসী বাসনা জুড়ে।
বসন্ত আসুক ওই শাল পিয়ালের বনে
নিশি রাতে বাঁকা চাঁদের এলোকেশী জোছনায়
তানপুরাটার নিরন্তর সোহাগী সুরে
প্রেয়সীর রাঙা অধর জুড়ে মৃদু কম্পন,
শিহরিত অস্ফুট স্বরে।
শুভ বসন্ত বন্ধুরা।