আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ আট বছর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ ফেব্রæয়ারি। সম্মেলন উপলক্ষে ফিরে এসেছে নেতা কর্মীদের মাঝে প্রাণচঞ্চলতা। সম্মেলন ঘিরে উপজেলার বিভিন্ন হাট বাজার ব্যানার ফেস্টুন ও পোস্টারে ছেঁয়ে গেছে। শীতে উপেক্ষা করে প্রার্থীসহ নিকট আত্মীয়-স্বজনরা ছুটে চলছে পৌর শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। সালাম ও কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে বিনিময়ে চাচ্ছেন ভোট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গোড়া বাংলাদেশ আওয়ামীলীগকে গতিশীল করার লক্ষে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মানুষের পাশে দাড়ানোর জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রতি। ইতেমধ্যে শহরে অলিগলি ও গ্রামের চায়ের ষ্টলে চলছে ভোটের আলাপ আলোচনা। বিভিন্ন প্রার্থীর গুনগান। মূলত দলের সদস্যরা সরাসরি ভোট দিয়ে নির্ধারণ করবেন সভাপতি ও সম্পাদক। সবমিলে প্রচরনায় মুখরিত এখন উপজেলা জুড়ে। কাউন্সিলরা উৎসব মুখর পরিবেশেই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এমনটাই প্রতাশ্যা করছেন ভোটাররা।

এ সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আব্দুল হক, ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম, ম, আমজাদ হোসেন মিলন। অপরদিকে সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান প্রভাষক মর্জিনা ইসলাম।

সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারনার ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। এবারের সম্মেলনে ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভা, উপজেলা আওয়ামীলীগের সম্পাদকমন্ডলী ও উপদেষ্টাসহ মোট কাউন্সিলর ৩৫১ জন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.