বাসাইলে নববধূর হাতে আঁকা মেহেদীর রং উঠার আগেই জীবনের মায়া ত্যাগ করলেন
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
হাতে আঁকা মেহেদী রং উঠতে না উঠতেই বিয়ের দ্বিতীয় দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো নববধূ। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় বাসাইল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নববধূর নাম জান্নাতুল রুবাইয়াত ত্বন্নি (১৯), পিতার নাম হাসেম খানশুর (৬৬), বাড়ি বাসাইল উপজেলার উত্তর মধ্যপাড়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে ত্বন্নির বিয়ে হয় বাসাইল পশ্চিম পাড়ার মৃত গিয়াস আহমেদের মেঝ ছেলে সাইম আহমেদের সাথে। এ সময় ত্বন্নির পিতাসহ সাইমের অভিভাবকবৃন্দও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০ জানুয়ারি আনুমানিক ১১ টার সময় ত্বন্নির স্বামী বাজারে গেলে খালি ঘরে ভেতর থেকে দরজা লাগিয়ে ত্বন্নিকে ঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখা যায়। এ সময় প্রতিবেশিরা চিৎকার করলে স্থানীয় লোক জমায়েত হয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে বদ্ধ ঘরের দরজা ভেঙে ত্বন্নির লাশ নামায়।
বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আত্মহত্যার খবর শুনে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রসঙ্গত, ত্বন্নি সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের একজন মেধাবি ছাত্রী ছিল।