কালিহাতীতে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত চার
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার বিকেলে গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ তাঁর পক্ষের চার জন আহত হোন।
সভাপতি পদ প্রার্থী ইউনিয়ন আলীগের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি পদে আমিসহ চারজন প্রার্থী ছিলাম। মাননীয় এমপি, জেলা-উপজেলা নেতৃবৃন্দ সভাপতি প্রার্থীদের ঐক্যমতে পৌঁছানোর কথা বলেন, কিন্তুু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান। এক পর্যায়ে হৈহুল্লোর শুরু হয়ে গেলে নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার সময় পেছনে থাকা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের উপর আব্দুল হাইয়ের লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ শহিদুল ইসলাম, মোমিন তালুকদার ও ওবায়দুল ইসলাম তালুকদার গুরুতর আহত হয়। এবিষয়ে তারা আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।
আব্দুল হাই তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুইশত তিপান্ন জন কাউন্সিলর সভাপতি নির্বাচনের বিষয়টি নেতৃবৃন্দের উপর ছেড়ে দিলে, চেয়ারম্যান সাহেব এমপি মহোদয়সহ নেতৃবৃন্দকে অপমান করে কাউন্সিলরদের উপর মোবাইল দিয়ে ঢিল ছুড়লে কিছু উত্তেজিত কাউন্সিলররা তাঁর উপর চড়াও হলে কয়েকজন আহত হোন। তাদের পক্ষের কেউ আহত হয়েছেন কিনা এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের কেউ আহত হয়নি।
সংসদ সদস্য হাছান ইমাম খাঁন সোহেল হাজারী এ বিষয়ে বলেন, সম্মেলনের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশন ভালো ভাবেই চলছিলো। কাউন্সিলর তালিকা নিয়ে জটিলতা দেখা দিলে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি সম্মেলন মুলতবি ঘোষণা করেন। আমরা চলে আসার পরে কিছু গোলমাল হয়।