উল্লাপাড়ায় এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার বিকেলে এশিয়ান টিভি আট পেরিয়ে নবম বর্ষ পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে শহরের অভিজাত ফুড পার্ক হোটেল এর কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এশিয়ান টিভি’র উল্লাপাড়া প্রতিনিধি মোঃ আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান খান, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মোঃ মাহফুজ হাসান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সিনিয়র সাংবাদিক এ আর জাহাঙ্গীর, জয়নাল আবদীন জয় প্রমুখ। অনুষ্ঠান উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, জনতার সংগ্রাম সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, সাহারুল হক সাচু, রাজু আহম্মেদ সাহান, মোঃ সাহেব আলী, আল মাহমুদ, মোঃ আমিনুল ইসলাম, শিশির আলম, ময়নুল হাসাইন, প্রমুখ। আলাচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়।