কাজিপুরে রাস্তা প্রশস্ত করণে অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা প্রশস্ত করণে দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ। সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট-শেরপুর রাস্তা সম্প্রসারণের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার (১৯জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার সিমান্তবাজার থেকে আলমপুর পর্যন্ত রাস্তার দু’পাশে স্থানীয়দের দখলে থাকা আড়াই’শর ও অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-কাজিপুর রাস্তা সম্প্রসারনের কাজ শুরু হবে। ইতোমধ্যে রাস্তার উভয় পাশে সওজ কর্তৃক অধিগ্রহণকৃত বেশকিছু জায়গা স্থানীয়রা দখলে নিয়ে অবৈধ স্থাপনা করে বসে। এতে রাস্তা সম্প্রসারণ সহ সরকারি জমি উদ্ধারের জন্যই এই উচ্ছেদ অভিযান চলছে। পূর্বে স্থাপনা সরানোর জন্য বিভিন্ন সময় নোটিশ দেয়া ও মাইকিং করা হয়েছে। তবে ভুক্তভোগিদের অভিযোগ তাদের মালামাল সরানোর সুযোগ দেয়া হয়নি।
কিন্তু সওজ অভিযোগ অস্বীকার করে জানান, অবৈধ দখলদারীদের ইতোপূর্বে স্থাপনা সরে নেয়ার জন্য মাইকিং করা সহ নোটিশ প্রদান করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারন না করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান আরও একদিন চলবে।