উল্লাপাড়ায় ২০টি গণপরিবহনকে জরিমানা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহনে যাত্রী বহন করার অপরাধে বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বরে ২০ টি গণপরিবহনকে ১৭ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এই জরিমানা করেন।
এসময় তার সঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান , সরকার করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে গণপরিবহনে যাত্রী বহন নিষেধাজ্ঞা ঘোষনা করেছে। কিন্তু মহাসড়কে এখনও কিছু যানবাহন সেই নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করছে। এ অপরাধে ভ্রাম্যমান আদালত এসব যানবাহনকে জরিমানা করেছে।