বুদ্ধি-প্রতিবন্ধী আল আমিনের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিল সাংবাদিক রুবেল ও মামুন বিশাস
আবির হোসাইন শাহিন :
অসহায়, ছিন্নমূল পিছিয়ে পরা মানুষের অপর নামমানবতার ফেরিওয়ালা মামুন বিশাস। যেখানে অসহায় মানুষের খবর পান সেখানে ছুটে চলেন হাতেম তাই হয়ে। উপহারের মধ্যে ছিল ৫০ কেজি চাল, ডাল, আলু, পিয়াজ,ডাল,রসুন,লবণ, কাঁচামরিচ, সাবান, তেলসহ ৩ হাজার টাকার বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে তার বাড়িতে নিয়ে যাই এবং নগদ ১ হাজার টাকা তাদের হাতে তুলে দেই। যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল ভাই কেনাকাটায় সাবিক সহযোগিতা করেন।
উল্লেখ্য যে বেশ কিছুদিন আগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আল আমিনের চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসা হয়। করোনা ভাইরাসের কারনে পাবনা মানুষিক হাসপাতালে নেওয়া হয় নাই৷ এদিকে আল আমিনের পরিবারের অবস্থা ভাল না।চিকিৎসা শেষে আমার কাছে ৪ হাজার টাকা ছিল, সেই টাকা দিয়েই আজকের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো৷
উল্লেখ্য যমুনা টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে এক যুগ ধরে বুদ্ধিপ্রতিবন্ধী আল আমিন শেকল বন্ধী শিরোনামে নিউজ প্রচার হয়৷ নিউজ দেখে পর পরই হতভাগ্য আল আমিনকে উদ্ধারের করে শাহজাদপুর উপজেলা থেকে এম্বুলেন্স যোগে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফেসবুক বন্ধুদের সাহায্য আল আমিনের চিকিৎসা করেছিলাম। ইনশাআল্লাহ করোনা ভাইরাস শেষ হলে আবার তাকে পাবনা মানুষিক হাসপাতালে নেওয়া হবে৷ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শান্তিপুর গ্রামের শহিদুলের ছেলে আল আমিন।