গৌরবময় প্রকাশনার দশম বর্ষে সাপ্তাহিক চলনবিলের আলো

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

আজ পহেলা বৈশাখে দশ বছরে পা দিল সাপ্তাহিক চলনবিলের আলো। ”দেশ, মাটি ও মানুষের কল্যাণের কথা বলে” এই শ্লোগান নিয়ে ২০১০ সালের ১৪ই এপ্রিল বাংলা শুভ নববর্ষে জন্ম হয় সাপ্তাহিক পত্রিকা ”চলনবিলের আলো”। পত্রিকাটি সাপ্তাহিক হওয়ায় প্রতিদিন সাংবাদিকদের অবাধ তথ্য ও পাঠকের চাহিদা থাকায় সাপ্তাহিক চলনবিলের আলো এ বিষয়ে বিবেচনা করে গত ২০১৫ সালে সাংবাদিক ও পাঠকের চাহিদা পূরণের জন্য করা হয়েছে অনলাইন ভার্সন ”চলনবিলের আলো ডটকম”।

এবিষয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি বলেন, চলবিলের আলো ডটকম এখন এলাকা তথা দেশের জনপ্রিয় অনলাইনের সারিতে নিজেকে ঠাই করে নিয়েছে। এখন দেশ-বিদেশে পাঠকের চাহিদা পুরুন করতে সক্ষম হয়েছে। আমরা সংবাদপত্রটি সাপ্তাহিক থেকে দৈনিক করার জন্য প্রস্তুতি গ্রহন করেছি। আশাকরি খুব শিগ্রহী সংবাদপত্রটি সাপ্তাহিক থেকে দৈনিকে রুপান্তরিত করতে সক্ষম হবো।

দীর্ঘ এ পথচলায় সংবাদপত্রটি অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই উৎড়াই পেরিয়ে আজ ১০ বর্ষে পদার্পণ করলো। চলনবিলের আলো বার বার হয়েছে প্রতিহিংসার শিকার, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেনি, কারো তাবেদারী করেনি। সব সংকট অতিক্রম করে বার বার মাথা তুলে দাঁড়িয়েছে এই সংবাদপত্রটি। আজ এই শুভক্ষনে সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন দাতাদের প্রাণঢালা শুভেচ্ছা।

প্রতি বছরের ন্যায় আমরা এ বছর বনাঢ্য আয়োজন করতে না পারায় আন্তরিক দুঃখিত। গত বছর পত্রিকাটির সারাদেশে ১৭টি জেলায় উদযাপিত হয়েছিল প্রতিষ্ঠাবার্ষিকী। উল্লেখ্য, মুজিব জন্মশতবর্ষে চলনবিলের আলো’র পরিকল্পনা ছিল মাহাসমারহে এ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার। কিন্তু বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে সংবাদপত্রটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সীমাবদ্ধ রাখা হয়েছে।

সংবাদপত্রটির জন্মদিনে চলনবিলের আলো পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইলো প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। মহামারি করোনা ভাইরাসের ছোবল থেকে নিজেকে রক্ষা করুন, প্রতিবেশিদেরও রক্ষা করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, ডাক্তারি পরামর্শ মেনে চলুন। দেশ /বিদেশের সব খরব জানতে চোখ রাখুন ”চলনবিলের আলো”ডটকম’এ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.