উল্লাপাড়ায় কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩শ ৫০ জন কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে । এর মধ্যে ৫ কেজি করে ধান বীজ, ২০ কেজি হোসপেট, ১০ কেজি পটাশ রয়েছে ।
রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে ৩শ ৫০ জন কৃষকের মাঝে এ ধান বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদ উদ্দিন খলিল রাহাদ প্রমুখ ।