টিসিবি’র খাদ্যসামগ্রী সরবরাহে শারীরিক দূরত্ব নিশ্চিতকল্পে কাজ করবে র্যাব-১২
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
আজ শনিবার (১১ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান (শহীদ মিনার গোল চত্বর) এ টিসিবি কর্তৃক স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে খাবার দ্রব্যসামগ্রী সরবরাহ কর্মসূচিতে শারীরিক দূরত্ব নিশ্চিতকল্পে বিকাল ০২ঃ৩০ (আড়াইটা) থেকে জেলা প্রশাসনের সাথে র্যাব-১২ একীভূত হয়ে কাজ করবে বলে র্যাব-১২ এর পাঠানো বার্তাতে জানানো হয়েছে। বার্তাতে সিরাজগঞ্জে কর্মরত সকল মিডিয়াকে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।