কৃষক বাঁচলে দেশ বাঁচবে
আবির হোসাইন শাহিন :
বাংলাদেশ কৃশিপ্রধান দেশ।কৃষক আর কৃষি যেন রক্তে মিশে আছে। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কৃষক। উৎপাদিত পন্যের ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। করোনা ভাইরাসের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রপ্তানি শিল্পের জন্য প্রণোদনা ঘোষণা দিয়েছেন। কিন্তু বর্তমানে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম বাংলার কৃষক। তাদের উৎপাদিত সবজি বাজারে নিয়ে লাভ তো দূরের কথা, বাজার নিয়ে আসতে যে খরচটুকু হয়, সেই মূল্য টুকু পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত গ্রামাঞ্চলের কৃষকদের প্রণোদনার আওতায় এনে ক্ষতিপূরণ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বাংলাদেশের জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত কৃষি, তৈরি পোশাকশিল্প এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্সের ওপর। শিল্প প্রতিষ্ঠানের মালিকরাই শিল্পপতি হয়েছে আর তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে। তারাই বিভিন্ন অজুহাতে ব্যাংকের টাকা লুটপাট করছে। তাই অবিলম্বে কৃষকদের কৃষি প্রনোদনা প্যাকেজ ঘোষনা করে এবং কৃষি উৎপাদিত ন্যায্যমুল্য নিধারিত করে বাংলার কৃষি বাচান কৃষককে বাচান।