লক্ষাধিক পরিবারকে সাহায্য দেয়ার কথা জানালেন মেয়র নাছির
আবির হোসাইন শাহিন :
সারা দেশে করোনা ভাইরাসের কারণে স্থির হয়ে পড়েছে দেশের অর্থনীতির চাকা। গৃহবন্দি হয়ে সময় পার করছে অধিকাংশ মানুষ। চরম সংকটে পড়েছে দেশের দিনমজুর, ভিখারী ও নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও।বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে ত্রাণ বিতরণ করলেও অধিকাংশ মানুষ সেই ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ করেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধানমন্ত্রী কে জানিয়েছেন, গত ৮ মার্চ করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পর থেকে একেবারেই গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। মাইকিং করা,লিফলেট বিতরণ,কীটনাশক পানি ছিটানো থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছুই করেছেন।
চট্টগ্রামে যাতে করোনা ভাইরাস সংক্রমিত না হয় সেজন্য চট্টগ্রাম জেলা প্রশাসন,বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলে মিলে সমন্বয়ে একত্রে কাজ করেছেন। মেয়র বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেই হিসেবে আমরা সবাইকে সমন্বয় করে চট্টগ্রামবাসীকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।এমনকি ডে ওয়ান থেকে সবাই যেন বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে চলাফেরা না করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছি। এখানে আমাদের মধ্যে কোন ধরনের সমন্বয়ের অভাব নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগ আছে তার অধীনে নগরীর ৪১ টি ওয়ার্ডে যে আরবান হেলথ সেন্টার গুলো আছে সেখানে ১৫৬ জন অভিজ্ঞ ডাক্তার আছেন। তাদেরকে নির্দেশ দিয়েছি যেন কোন ধরনের ভয় ভীতি ছাড়া সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা দেয়। মেয়র বলেন, আমরা এখানে একটি কন্ট্রোলরুম খুলেছি সেখানে একটি নাম্বারের মাধ্যমে সবাইকে সেবা দেওয়া হচ্ছে, তিনটি শিফটে মাধ্যমে ২৪ ঘণ্টা প্রতিনিয়ত নগরবাসীকে সেখান থেকে সেবা দিয়ে আসছে চিকিৎসকেরা।
মেয়র বলেন,ইতিমধ্যে আপনার কাছ থেকে যে সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি এবং আমার এখানে যে সমস্ত কাউন্সিলররা রয়েছে সকলে মিলে আরো এড করে ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর প্রায় লক্ষাধিক পরিবারকে সহায়তা দিয়েছি। মেয়র বলেন,আমরা প্রধানমন্ত্রীর দেয়া ২১ টি নির্দেশনা অনুসারে সকলে মিলে কাজ করে যাচ্ছি। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা গুলো একেবারেই শিরোধার্য। মেয়র আরো বলেন, আমাদের এখানে অনেক মধ্যবিত্তরা আছে, যারা নিরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন কিন্তু কিছুতেই প্রকাশ করতে পারছেন না, এরকম যাদের সম্পর্কে জানতে পেরেছি তাদেরকে আমরা গোপনে সহায়তা পাঠিয়েছি।
সবশেষে প্রধানমন্ত্রী মশা নিয়ন্ত্রণের ব্যাপারে মেয়রকে বিশেষভাবে নির্দেশ দিলে,মেয়র বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আশ্বস্ত করছি,গত বছর দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ছিল।কিন্তু আল্লাহ রাব্বুল আলামীনের দয়া এবং আমাদের যথাযথ পরিকল্পনাও পদক্ষেপ গ্রহণ করার কারণে চট্টগ্রামে সেটা হয়নি। এ বছরও আমরা আপনাকে নিশ্চিত করে বলতে পারি আগামী ১০ দিনের মধ্যে এটা সহনীয় পর্যায়ে চলে আসবে।এই ব্যাপারে অলরেডি আমি মিটিং করেছি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি মশক নিধনে ৩ দিন আগে থেকে ওষুধ ছিটাচ্ছি। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,সেনাবাহিনীর প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল আজাদ ও চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক।