বেলকুচিতে ইত্যাদি পরিবারের পক্ষ থেকে ২০০ হত দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান
আবির হোসাইন শাহিন :
ইত্যাদি পরিবারের পক্ষ থেকে করোনা দুর্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।ইত্যাদি বাংলাদেশের মানুষের সাথে সুখে দুঃখে সময় পাশে থাকে।বাংলার চিরচায়িত রুপ যেন ভেসে উঠে ইত্যাদির মাঝে। হানিফ সংকেত সাহেবের ব্যক্তিগত অর্থায়নে এবং সাংবাদিক মামুন বিশ্বাসের প্রচেষ্টায় ও যমুনা টিভির সাংবাদিক গোলাম মোস্তফা রুবেলের সহযোগিতায় বেলকুচি উপজেলার ২০০ অসহায় মানুষকে ত্রাণ দেওয়া হলো আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে।
এ সময় সামাজিক দুরত্ত বজায় রেখে ত্রান বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাবা,সিফাত-ই জাহান নির্বাহী অফিসার, বেলকুচিউপজেলা) জনাব, অনোয়ারুল ইসলাম (অফিসার ইনচার্জ, বেলকুচি থানা) জনাব, সাজ্জাদুল হক রেজা (আহবায়ক, বেলকুচি যুবলীগ) ত্রাণ সামগ্রী বিতরণীতে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ ও বেলকুচি থানা প্রশাসন। বেলকুচি উপজেলার পক্ষ থেকে ইত্যাদি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।তারা আশা করেন ইত্যাদি পরিবারের এই মানবিক কাজগুলো চলমান থাকবে।