করোনাভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত গাড়ি হাসপাতালে দিলেন (বিজিডি) গ্রুপের চেয়ারম্যান
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত প্রাইভেটকারটি ব্যবহার করতে দিয়েছেন বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি) গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম। করোনাভাইরাস মোকাবেলায় রোগীর সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক ব্যবহারে অনির্দিষ্টকালের জন্য তিনি নিজের টয়োটা (ঢাকা মেট্রো ঘ ১৩-০৯৫৯) গাড়িটি প্রদান করেন। বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি) গ্রুপের চেয়ারম্যান ও হাসপাতাল সূএে জানা গেছে- সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে বিলবালিয়া গ্রামের আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনের ছেলে ও সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবজমিন সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রউফের ছোট ভাই বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি) গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল বুধবার বিকেলে (১ এপ্রিল) উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক ইনচার্জ চিকিৎসক মো. সাহেদুর রহমানের হাতে এটি আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস মোকাবেলায় রোগীর সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক ব্যবহারে অনির্দিষ্টকালের জন্য তিনি নিজের টয়োটা (ঢাকা মেট্রো ঘ ১৩-০৯৫৯) গাড়িটি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবজমিন সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রউফ প্রমুখ। গাড়িরমালিক লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে মানুষের জন্য কিছু করতে চেষ্টা করছি। এ উপজেলায় চিকিৎসক-নার্সসহ সংশি-ষ্টদের যত পিপিই লাগবে তাও দেয়া হবে বলেও তিনি জানান। হাসপাতালের আবাসিক ইনচার্জ চিকিৎসক মো. সাহেদুর রহমান বলেন, করোনা মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগটি প্রশংসনীয়। দেশের এই মূহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে এসে এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করা প্রয়োজন।