তাড়াশে করোনা আতঙ্কে মানুষকে ঘরে ফেরার তাগিদ প্রশাসনের
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে করোনা প্রতিরোধে মানুষকে ঘরে ফেরার তাগিদ দিয়েছেন উপজেলা প্রশাসন ,সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা । বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিট্রেট) ওবায়দুল্লাহ্#৩৯;র নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানান উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে সকলের উদ্দ্যেশে বলেন, করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। আপনার সবাই ঘরে থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না। এ ছাড়াও একই স্থানে এক সাথে থাকবেন না। যারা এলাকায় জড়ো হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করে ঘরে ফেরার আহবান জানানো হয়। তাড়াশ বাজারে প্রচারনার সময় যাদের মুখে মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দিয়ে ঘরে ফিরিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাফসান,তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম সহ পুলিশ ও সেনা সদস্যরা। মানুষকে ঘরে রাখতে প্রতিদিন সেনাবাহিনীর ও পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।