উল্লাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বুধবার দুপুরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি আলু, হাফ কেজি করে ডাউল, তেল, পিয়াজ এবং জীবানুনাশক সাবান ও মাস্ক ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুগান্তর প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া, প্রেসক্লাবের সভাপতি আমাদের সময় প্রতিনিধি মো. আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক ইনকিলাব সংবাদদাতা জয়নাল আবেদীন জয়, প্রতিদিনের সংবাদ উল্লাপাড়া প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, দিনকাল প্রতিনিধি মো. সাহেব আলী, সিনসা প্রতিনিধি আল মাহমুদ, হাফিজুর রহমান, আবু বক্কার প্রমুখ উপস্থিত ছিলেন।