সরিষাবাড়ীতে স্বামীর লাথিতে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মুত্য
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে পাষন্ড স্বামীর লাথিতে আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত ১২ টায় উপজেলার চর সরিষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর শিশুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম এর সাথে একই ইউনিয়নের চর সরিষাবাড়ী(জাইলা পাড়া)গ্রামের অটোচালক আব্দুল মান্নানের মেয়ে মোর্শেদা আক্তার(মঞ্জুরা)৪ বছর পূর্বে বিয়ে হয়।বিয়ের পর মা-বাবার ১টি কন্যা শিশুর জন্ম হয়।
গত তিন মাস পূর্বে মঞ্জুরা’র স্বামী আমিনুলের একটি মোবাইল হারিয়ে যাওয়া নিয়ে মঞ্জুরা’র সাথে তার স্বামী ও শাশুড়ী আম্বিয়ার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে আমিনুল ইসলাম উত্তেজিত হয়ে তার স্ত্রী মঞ্জুরা’র পেটে লাথি মারে। পরে মিথ্যা তথ্য দিয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করানো হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে অপারেশন করে চিকিৎসাধীন রয়েছে দির্ঘদিন ধরে।
এ নিয়ে মঞ্জুরা’র পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত জামালপুরে একটি মামলা চলমান রয়েছে বলে নিহতের মাতা চামেলী বেগম জানান। চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুরা গত রোববার রাত বারটায় তার পিতার বাড়ীতে মৃত্যবরন করেন। পাষন্ড স্বামী আমিনুল ইসলাম তার কন্যা শিশুটি নিয়ে পলাতক রয়েছে বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে। খবর পেয়ে নিহত মঞ্জুরা’র লাশ উদ্ধার করে লাশের সুরতহালের জন্য মঙ্গলবার সকালে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে বলে সরিষাবাড়ী থানার এস আই আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান।