সিরাজগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্রে হাত ধোয়ার জন্য সাবান-লিকুইড ও বেসিন ব্যবস্থা চালু।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস তথা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সচেতনতার অংশ হিসেবে বাংলাদেশে সংক্রমন ও বিস্তৃতি সম্ভবতা এবং প্রেক্ষাপট বিবেচনায় সংক্রমন রোধে সিরাজগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্রে চালু করা হয়েছে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা। শুক্রবার (২০মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে একটি বেসিন বসিয়ে সেখানে সাবান সহ অন্যান্য পরিস্কারক লিকুইড রাখা হয়েছে। সিরাজগঞ্জের পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলাম হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, সিরাজগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা সখিনা আক্তার রুমার নিজ উদ্যোগে চালু করা হলো হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা।
এসময় তিনি আরো বলেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই এবং সাবর্ক্ষনিক পরিচ্ছন্ন থাকাই এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়। এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। কর্মকর্তা-কর্মচারী, হাসপাতালে সেবা নিতে আসা ও আগত দর্শনার্থী ও এই রাস্তায় চলাচলকারী সকলের জন্য এই হাত ধোয়ার ব্যবস্থা উন্মুক্ত রাখা হয়েছে। এরকম উদ্যোগ কে স্বাগত জানিয়ে পথচারীরা বলেন-এই উদ্যোগ দেখে খুবই ভালো লেগেছে এবং এটা দেখে সকলেই সচেতন হবে। এ সময় অফিস স্টাফ হাবিবা সুলতানা, জেসমিন সুলতানা, এম পারুল, সুলতানা রাজিয়া, উম্মে রুমান, রওশন জাহানসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা উপস্হিত ছিলেন ।