সিরাজগঞ্জে কোচিং সেন্টার পরিচালনা করায় দুই শিক্ষককে জরিমানা
খাইরুল ইসলাম কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে দুই শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল ১১ টায় উপজেলার জামতৈল পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই শিক্ষককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হায়দারপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ও ঠাঁকুরঝিপাড়া গ্রামের শরিফুল ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় শিক্ষক আনোয়ার ও শরীফকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।