সিরাজগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষকী পালিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাত, কেক কর্তন, সার্কিট হাউসে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন এবং সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলা ম্যাজিস্ট্রেট কোট প্রাঙ্গনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এসময় জেলাপ্রশাসক ড.ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও সরকারি অন্যান্য দপ্তরের প্রধানগন সহ কর্মকর্তা-কর্মচারিগণ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন,ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর, অধ্যাপিকা হাসনা হেনা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসূফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা, এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমার দাস, পৌরআওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা যুব মহিলা লীগের আহবায়ক পৌর-প্যানেল মেয়র রোমানা রেশমা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মাহমুদুল হাসান প্রমুখ উপস্হিত ছিলেন।
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষকী অনুষ্ঠানে জেলা ও সদর মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, শ্রমিক ও পেশাজীবি সহ সর্বস্তরের মানুষ নানা কর্মসূচী সীমিত ভাবে পালন করেছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে, সিরাজগঞ্জ শহরের এস,এস,রোডস্থ দলীয় কার্যালয়ে, ভোরে সাড়ে ৬ টায় জাতীয় ওদলীয় পতাকা উত্তোলন,সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্যদান,বিকেলে দুঃস্হ,অসহায় নেতাকর্মীদের সাহায্যদান নারী মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান, সন্ধ্যায় ৯৬ স্থানে একযোগে কেক কর্তন ও বর্নিল আতসবাজী করা হয়