সিরাজগঞ্জে বিদেশ ফেরা ১২জন হোম কোয়ারেন্টাইনে
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে চীন, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফেরা ১২প্রবাসীকে হোম
কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার বেলকুচি উপজেলায় ৫জন, উল্লাপাড়ায় ৫জন ও
রায়গঞ্জে ২জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান,
এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নিদের্শনা দেয়া হয়েছে। লক্ষণ ছাড়াই তাদের
১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি আরো জানান, করোনার বিস্তার ঠেকাতে লিফলেট, পোস্টারের মাধ্যমে
জনগণকে সচেতন করা হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়সহ প্রতিটি উপজেলায়
একটি করে মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন
হাসপাতালে আলাদা ৬৩টি আইসোলিশন বেড প্রস্তুত রয়েছে। তবে, এখনও পর্যন্ত
করোনায় আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি বলে নিশ্চিত করেন।