সিরাজগঞ্জে গর্ত খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আলী আশরাফ তালুকদার ও তার ছেলেদের বিরুদ্ধে গর্ত খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। সাংবাদিকদের নিকট ডিএস রেকর্ডে রেকর্ডকৃত গ্রামীণ রাস্তায় গর্ত খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টির এমন অভিযোগ করেছেন একই গ্রামের আব্দুল খালেক তালুকদার ও তার ছেলে সাহাদত তালুকদার। তবে অভিযোগ অস্বীকার করে নিজ জমি থেকে বাড়ী করার জন্য মাটি তোলা হচ্ছে বলে দাবী করেন অভিযুক্ত পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায় লম্বা একটি জমি থেকে গর্ত করে মাটি উত্তোলন করা হচ্ছে। তবে স্থানীয়রা তখন সঠিক তথ্য দিতে পারেননি যে জায়গাটি খাসের নাকি মালিকানা কৃত।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমাদের রেকর্ডকৃত জমি থেকে বাড়ী খননের জন্য মাটি উত্তোলন করছি। কিন্তু একটি পক্ষ পারিবারিক ও পূর্ব শত্রুতার কারনে নানান জায়গায় অভিযোগ দিচ্ছেন।আমাদের রেকর্ডের দলিল আমরা ইতিমধ্যেই স্থানীয় ভূমি অফিসে দেখিয়েছি। চাইলে আপনারাও দেখতে পারেন বলে সাংবাদিকদের সামনে জমির কাগজপত্র উপস্থাপন করেন। এবিষয়ে জানতে চাইলে রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বলেন, আমি খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কে পাঠিয়েছিলাম। তিনি কাজ বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।