সিরাজগঞ্জে নারী প্রতারক চক্রের ৩ সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সরল সোজা মানুষদের ফাঁসিয়ে ছবি তুলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের
তিন সদস্য কে ইয়াবা সেবন ও অসামাজিক কর্যকালাপের সময় আটক করেছে
পুলিশ। তারা হলেন, দিয়ারধানগড়া গ্রামের মৃত মমতাজের স্ত্রী মোছা: সুলতানা
ওরফে মুঙ্খীরানী (৩০), সহযোগী কোবদাসপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে
মো: জাহিদ শেখ (২৩), দত্তবাড়ী গ্রামের সোলাইমান খানের ছেলে কালাচাঁন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মো: ফারুক আহমেদ জানান, রবিবার দুপুরে
সিরাজগঞ্জ শহরের হার্টপয়েন্ট এলাকার বালুচরে অভিযান পরিচালনা করে তাদেরকে
আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো: হাফিজুর রহমান জানান, রূপ-যৌবনকে পুঁজি
করে অভিনব কায়দায় বিভন্ন মানুষকে ফাঁসিয়ে ছবি/ভিডিও ধারণ করে টাকা
হাতিয়ে নিতো এই প্রতারক চক্রটি। গোপন সংবাদের ভিক্তিতে এই প্রতারক নারী
চক্রের সুলতানাসহ দুই সংগীকে আটক করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের
আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।