বেলকুচি

বেলকুচিতে বাস ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে নিহত ১, আহত ১৯

সিরাজগঞ্জের বেলকুচিতে (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় তেলবাহী ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাতপরিচায় এক ব্যক্তি (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ জানান, বেলকুচি থেকে কড্ডার মোড়গামী একটি তেলবাহী ট্যাংক লরি ঘটনাস্থলে পৌঁছলে এটির একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লরিটির সংঘর্ষ হয়। এতে ওই বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ, বেলকুচি ইউনিট ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে বেলকুচি ও সিরাজগঞ্জের বিভিনান হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমদ বলেন, আহতদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। তার নাম-পরিচায় জানা সম্ভব হয়নি। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।