চৌহালীতে গাঁজাসহ যুবক গ্রেফতার
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে চৌহালী উপজেলার রেহাই পুখুরিয়া (পশ্চিম পাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫’শত ৩০গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার(১৪ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন চৌহালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুখুরিয়া (পশ্চিম পাড়া) গ্রামের শাহজাহান আলী প্রমানীকের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে চৌহালী উপজেলার অফিসার্স ইনচার্জ (তদন্ত) হাসিবুল্লা হাসিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে ৫’শত ৩০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই শ্রী সনাতন, এ এসআই মোঃ উজ্জল হোসেন, এ এসআই মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। মোঃ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। সকালে কোর্টে প্রেরন করা হবে।