কালিহাতীতে গণপিটুনিতে হত্যা মামলার আসামী ট্রেনে কাটা পড়ে নিহত
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে গণপিটুনিতে হত্যা মামলার আসামী দশম শ্রেণীর
ছাত্র আল-আমিন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের
পরিবার মরদেহটি নিয়ে গেছে বলে জানা যায়।
শুক্রবার দুপুরে উপজেলার
হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা
এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হন আল-আমিন। সে উপজেলার পালিমা গ্রামের
ফজলুল হকের ছেলে এবং পালিমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ট্রেনে কাটা পড়ে নিহত আল-আমিন গতবছর গণপিটুনিতে নিহত মিনু
হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন বলে নিশ্চিত করেছেন কালিহাতী
থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম। গণপিটুনিতে নিহত মিনু হত্যা মামলায়
কারাগার থেকে সম্প্রতি জামিনে বের হয় আল-আমিন।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই ছেলে ধরা সন্দেহে ভ্যান চালক মিনুকে
উপজেলার সয়া বাজারে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা
যান মিনু।