সিরাজগঞ্জে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
নানান আয়োজনে উৎসব মুখর পরিবেশে দৈনিক “সময়ের আলো” পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে সিরাজগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় সময়ের আলো পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মো. রেজাউল করিম এর আয়োজনে শহরের এসএস রোডস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। আলোচনা সভায় চৌবাড়ি ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. হাসান ইমাম এর সভাপতিত্বে এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, এ্যাড. রফিক-উল আজিজ, এ্যাড. রেজাউল করিম রাখাল, দৈনিক বর্নিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মৌলভী নজরুল ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইস.এম মোকাদ্দেস প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খাঁন হিরা, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার হিরক গুন, দৈনিক যুগের কথা সিনিয়র স্টাফ রিপোর্টার এ.এইচ মুন্না, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবি সহকারি সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, দৈনিক স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এম এ মালেক, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জিকো, বাংলাদেশ পোস্ট এর জেলা প্রতিনিধি এস এম আব্দুল মান্নান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।