কাজিপুরে ৩ গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার (২ মার্চ) ইউনিয়নের জানুয়ারি- ২০২০ এ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩ জন গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে সোনামুখী ইউনিয়নের মহল্লাদার রফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়নের দফাদার শহিদুল ইসলাম ও শুভগাছা ইউনিয়নের দফাদার জামিল আক্তারকে এই সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ. কে. এম লুৎফর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান প্রমুখ।