ভাষা সৈনিক আব্দুল মতিনের স্মৃতি পাঠাগার এখন ইউনিয়ন পরিষদ

মোঃ ইমরান হোসনে (আপন) চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ভাষাসৈনিক আব্দুল মতিন স্মৃতি পাঠাগার এখন ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাষা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। ভাষা আন্দোলনের পর থেকে তিনি ‘ভাষা মতিন’ নামেই সর্বাধিক পরিচিতি পান। তিনি ছিলেন অকুতোভয় এক সংগ্রামী নেতা। ছাত্রজীবন থেকে আমৃত সেই সংগ্রামে অবিচল থেকে বলে গেছেন শোষণ-বৈষম্যহীন সমাজের কথা। ভাষা আন্দলনে তার অবদান চিরস্মরণীয় ও অনস্বীকার্য। ভাষা মতিন স্মৃতি পাঠাগারটি ২০০৭ সালে তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ধুবুলিয়া গ্রামে প্রতিষ্ঠা করা হয়। পাঠাগারের ঘর, বই এবং অন্যান্য সরঞ্জামাদি দখলে নিয়েছে উমারপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য। পরে পাঠাগারের ঘরটি ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহার করছেন ইউপি চেয়ারম্যান। স্থানীয়রা ঘরটি ফেরত পেতে চাইলে তাদের অশালীন ভাষায় গালাগাল করা হয়। আর স্থানীয় ইউপজেলা প্রশাসনে অভিযোগ করেও মেলেনি কোন প্রতিকার।

স্মৃতি রক্ষায় তার গ্রামের বাড়িতে নেই আর কোন কিছু্ই। পাঠাগারের পরিচালক মোঃ মাসুদুর রহমান বলেন, ২০০৭ সালে প্রশিকার চেয়ারম্যান ডা. কাজী ফারুক পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। সেই সময় ৩০ ফিট লম্বা টিনের একটি ঘর ১ হাজার ৫শত বই এবং যাবতীয় সরঞ্জামাদী দিয়ে পাঠাগারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর পর ২০১২ সালে যমুনার ভাঙ্গনে গ্রামটি ভেঙ্গে যায়। পাঠাগারের বই, ঘর ও সরঞ্জামাদী স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিমের বাড়ীতে রাখা হয়। পরবর্তী সময়ে তিনি পাঠাগারের কোন কিছুই ফেরত না দিয়ে আমাকে অশালীন গালিগালাজ ও হুমকি দেন। আমি ততকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে বললেও আজ পর্যন্ত তার কোন ব্যবস্থা গ্রহাণ করা হয়নি। বর্তমানে উমারপুর ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে পাঠাগারটি।

ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম বলেন, নদীভাঙ্গনের সময় পাঠাগার ঘরটি স্থানীয়দের সহযোগিতায় ভেঙ্গে নিয়ে গ্রামের এক জায়গায় রেখে দেই। পরবর্তীতে চেয়ারম্যান সাহেব ঘরটি ইউনিয়ন পরিষদে নিয়ে তোলেন এবং বর্তমানে পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন বলেন, ঘরটি ভাঙ্গা অবস্থায় ছিলো। আমি মেরামত করে রেখেছি। ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিমের বাড়ীতে বইগুলো রয়েছে। সে বইগুলো উদ্ধার করেন, এরপর আমি ঘর ছেড়ে দিবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন, সেই সময়ের অভিযোগের কপি আমাকে দিলেও হবে, অথবা নতুন করে আমার কাছে অভিযোগ করলে আমি ব্যবস্থা নিবো।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.