কাজিপুর

সিরাজগঞ্জের কাজিপুর মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক ১২ হাজার বই বিতরণ

আজ সোমবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিষদের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত ১২ হাজার বই বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ তানভীর শাকিল জয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা বই মুক্তিযুদ্ধের চেতনানির্ভর আগামী প্রজন্ম গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।