সরিষাবাড়ীতে বসত ঘর ভাংচুর,লুটতরাজ,মারপিট এর ঘটনায় আদালতে মামলা
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বসত ঘর ভাংচুর,লুটতরাজ ও মারপিট ঘটনায় গতকাল বুধবার মামলা আমলে নেওয়ার আদালত সরিষাবাড়ী মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের বিলাত আলীর ছেলে আমিনুল ইসলাম(৩৫)কে প্রধান বিবাদী করে বিলাত আলী((৫৫)রওশনারা(৫০)নুরুল ইসলাম(নুরু)(৫৫)ময়না(৩০) সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার বালিয়া গ্রামের মৃত নাহের বেপারীর ছেলে শহিদুল ইসলাম (শহিদ) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার আরজীতে উল্লেখ,সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত নাহের আলীর মেয়ে রাশেদা কে একই গ্রামের পাশের বাড়ীর নুরুল ইসলাম(নুরু’র)প্ররোচনায় রাশেদার ইচ্ছার বিরুদ্ধে তার স্বামী নিকট থেকে তালাক নামা করানো হয়।এ ঘটনায় মঙ্গল বার দুপুরে প্রতিবাদ করেন রাশেদার পরিবার।এ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনী ভাবে জনতাবদ্ধে লাঠি-শোঠা দেশীয় অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম শহিদের বসত বাড়ীতে প্রবেশ করে ঝর্নাকে গালিগালাজ করলে রাশেদা প্রতিবাদ করলে প্রতিপক্ষ আমিনুল ইসলামের হুকুমে বিলাত আলী(৫৫),রওশনারা(৫০)নুরুল ইসলাম(নুরু) ও ময়না লাঠি দিয়ে রাশেদা,ঝর্না,সঙ্গীতা,কাজল,আব্দুল,ও মিলন কে টানা হেচড়া ও মারপিট করে। এক পর্যায়ে তাদেরকে ভয়-ভিতী প্রর্দশন করে বসত বাড়ী ভাংচুর করে লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতি সাধন,৫০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা মুল্যমানের অটো ভ্যান ভাংচুর করে শহিদুল ইসলামের পরিবারকে হত্যার হুমকি দেয় প্রতিপক্ষরা।