লেকচারার কিন্ডার গার্টেনের ২১ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় অবস্থিত লেকচারার কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার কামারখন্দ হাসপাতালের মাঠ প্রাঙ্গনে মো. কাবিল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, লেকচারার কিন্ডারগার্টেনের পরিচালক মো. কামরুল হাসান আমিনুল।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক,কবি ও সাহিত্যিক মোঃ দেলোয়ার হোসেন ফারুক, জামতৈল ধোপাকান্দী সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ শাহনাজ পারভীন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আকবর আলী প্রমুখ ,
লেকচারার কিন্ডারগার্টেনের ক্রীড়া শিক্ষক মো. বিপ্লব আহমেদ ও মোঃ আমিরুল ইসলাম জানান প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের বিদ্যালয়ে দৌড়, উচ্চ লাফ,বিস্কুট খেলা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি খেলার আয়োজন করা হয়েছে।