সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের বাড়ীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ভাটারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন আইন সম্পকিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,সদস্য আতিকুর রহমান দুলাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন,ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ প্রমুখ। উক্ত সমাবেশে অংশ গ্রহন কারী নর-নারীগন সন্তোষ প্রকাশ করেছেন।