কাজিপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোহাম্মদ আশরাফুল,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছিতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কাজিপুরের বীর মুক্তিযোদ্ধাগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও বীর মুক্তিযোদ্ধা দ্বারা পরিচালিত এই বিদ্যালয়ে কেজি থেকে পিজি পর্যন্ত পাঠদান করা হবে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম বাবু। এসময় বিদ্যালয়টির শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজামাল, মকবুল হোসেন, শফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান, শাহ আলম, মোজাম্মেল হক, আলতাব হোসেন, খোসলেহাজ, প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা দানকারী সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ তপন কুমার দেব প্রমূখ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিশেষ মুনাজাত করা হয়।