তাড়াশ

তাড়া‌শে কেরাম প্র‌তি‌যো‌গিতা অনুষ্ঠিত

তাড়াশ প্র‌তি‌নি‌ধি :

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে কেরাম খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার (৩০ জানুয়া‌রি) রাতে উপ‌জেলার তালম ইউ‌নিয়‌নের পা‌ড়িল গ্রা‌মে ইউনিয়ন যুবলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জয়নুল আ‌বেদী‌নের আ‌য়োজ‌নে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইউ‌নিয়ন যুবলী‌গের সহ সভাপ‌তি ইউনুস জামান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি এসএম সো‌হেল রানা, সাধারণ সম্পাদক আলা‌মিন কাওসার, সাংগঠ‌নিক সম্পাদক বেলাল, সদস্য শামীম রেজা, ছাত্রলীগ নেতা শিহাব উ‌দ্দিন প্রমুখ। কেরাম খেলায় চ্যাম্পিয়ন মোতা‌লেব হো‌সেন ও মাহবুর রহমান জুটি এবং রানার্স আপ হয়েছেন সো‌হেল রানা ও মামুন হো‌সেন জুটি। চ্যা‌ম্পিয়ন দল‌কে ২ টি মোবাইল ফোন ও রানার্স আপ দল‌কে ২টি লু‌ঙ্গি এবং খেলা অংশগ্রহণকারী‌দের ১টি ক‌রে গামছা পুরস্কার দেওয়া হয়। খেলা‌টি পরিচালনা করেন র‌নি আহ‌ম্মেদ ও মোস্তা‌কিন।