সিরাজগঞ্জ

নৌকা প্রতিক অাছে বলেই অাজকে সিরাজগঞ্জে এত উন্নয়ন সম্ভব ডাঃ হাবিবে মিল্লাত মুন্না

অাসছে অাগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে প্রচার প্রচারনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইছেন বর্তমান এম পি ও সাধারন সম্পাদক সিরাজগঞ্জ জেলা অাওয়ামীলীগ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত (মুন্না)।

তিনি তুলে ধরলেন সিরাজগঞ্জ সদরের অাওয়ামীলীগ সরকারের উন্নয়ন সাফল্যের কিছু অংশ যেমন : বিগত বিএনপি – জামাত জোটের সময় বন্ধ করে দেওয়া কওমী জুট মিলস্, পুনরায় জাতীয় জুট মিলস্ নামে চালু করা হয়েছে, ও বহু অসহায় শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। সিরাজগঞ্জকে নদী ভাঙ্গন হতে রক্ষার জন্য ক্যাপিটাল পাইলট ড্রেজিং প্রকল্প দ্বারা নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে ও বন্যা নিয়ন্ত্রন বাঁধ হতে পুর্বদিকে ৪ টি ক্রসবার নির্মান করা হয়েছে এবং হাজার একর অাবাদী জমি পুনরুদ্বার করা হয়েছে।

সিরাজগঞ্জ শহরের সৌন্দর্য বৃদ্বির লক্ষ্যে কাটাখালিকে সংস্কার ও অাধুনিকায়ন করার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার কাজ চলমান রয়েছে। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী স্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জ সরকারি হাসপাতালটির নতুন ভবন ও অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দ্বারা ২৫০ শয্যায় উন্নত করা হয়েছে। সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপন করা হয়েছে। ২১৫ কোটি টাকা ব্যয়ে মুলিবাড়ি রেলক্রসিং থেকে শহর হয়ে নলকা পর্যন্ত সড়ক ৪ লাইন উন্নত করার কাজ শুরু হয়েছে। শহীদ এম, মনসুর অালী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের নির্মান কাজ চলছে। পাসপোর্ট অফিস, উপজেলা নির্বাচন অফিস, পাবলিক লাইব্রেরী, মুক্তির সোপান, সার্ভার ষ্টেশন, অফিসার্স ক্লাব, রেজিষ্টি অফিস, স্কাউট ভবন, কৃষি অফিস, জেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্স, পৌর নিউ সুপার মার্কেট, সরকারি কলেজের নতুন একাডেমিক ভবন, শহীদ মিনার ও নতুন অাদালত ভবন নির্মান করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়নে সয়দাবাদে বিদ্যুৎ পাওয়ার ষ্টেশন নির্মান করা হয়েছে। পৌরসভার চর মালশাপাড়া এলাকায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার কাজ চলমান রয়েছে। সিরাজগঞ্জ সদরে ৪৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তাঘাট সংস্কার ও নির্মান করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে অারবান প্রাইমারি হেলথ কেয়ার নির্মান করা হয়েছে। ৩১ কোটি টাকা ব্যয়ে ৮০ টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান করা হয়েছে। ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৩ টি ইউনিয়ন ভুমি অফিস নির্মান করা হয়েছে।

১২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ ও কালভার্ট নির্মান করা হয়েছে। যমুনা নদী হতে পুনরুদ্বারকৃত ভুমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষায় ক্রসবার – ৩ হতে ক্রসবার -৪ পর্যন্ত সংযোগ বাঁধ নির্মান ও ভরাট কাজের জন্য ৫০৯ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল -১ নির্মানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এখানে ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক নির্মানের লক্ষে অর্থ বরাদ্দ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ছাড়াও অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, সশান, ব্রীজ, কালভার্ট, অফিস-অাদালত, রাস্তাঘাট সংস্কার ও নির্মান করা হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অাগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। অাপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রতিনিধি:মাকছুদা খাতুন